বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন ২০২৫ সম্পর্কে জানুন বিস্তারিত

বাংলাদেশের সবচেয়ে কম দামি স্মার্টফোন ২০২৫, কিংবা ১০ হাজার টাকা বাজেটের মধ্যে কিছু ফোন সম্পর্কে আমরা সকলেই জানতে চাই। কেননা বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অচল বললেই চলে। তাই আমাদের সবার কাছেই একটা স্মার্ট ফোন থাকা অত্যন্ত প্রয়োজন। তবে আমরা অনেকেই আছি যারা টাকার জন্য স্মার্টফোন নিতে পারি না। 
বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন ২০২৫
বন্ধুরা আপনার বাজেট যদি কম হয় সেক্ষেত্রে আপনি কিছু অল্প বাজেটের মধ্যে ভালো মানের স্মার্টফোন পেতে পারেন। আর তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো বাংলাদেশের সবচেয়ে কম দামি স্মার্টফোন ২০২৫ এছাড়াও ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকার মধ্যে কিছু স্মার্টফোন সম্পর্কে। তাহলে বন্ধুরা পুরো আর্টিকেলটি চলুন মনোযোগ সহকারে পড়া যাক।

ভূমিকাঃ বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন ২০২৫-১০ হাজার টাকা বাজেটের মধ্যেই কিছু ফোন:

২০২৫ সালে দাঁড়িয়ে স্মার্টফোন আর বিলাসবহুল কোনো ডিভাইস নয়, এটি হয়ে উঠেছে প্রতিটি মানুষের প্রয়োজনীয় একটি সঙ্গী। শহর হোক কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকেই এখন স্মার্টফোন ব্যবহার করছে তথ্য জানার, যোগাযোগ রাখার, বিনোদন উপভোগ করার কিংবা অনলাইন শিক্ষায় যুক্ত থাকার জন্য। কিন্তু সব শ্রেণির মানুষের জন্য প্রযুক্তি সহজলভ্য করে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কম দামের স্মার্টফোনগুলো।
বাংলাদেশের বাজারে ২০২৫ সালে দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান কম দামে ভালো মানের স্মার্টফোন সরবরাহ করছে, যেগুলোর স্পেসিফিকেশনও আগের তুলনায় অনেক উন্নত। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ভালো ব্যাটারি ব্যাকআপ, সাশ্রয়ী মূল্য এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা সব মিলিয়ে এই ফোনগুলো নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ডিজিটাল জীবনে প্রবেশ সহজ করে দিচ্ছে।
সাশ্রয়ী দামে স্মার্টফোন এখন শুধু প্রযুক্তি নয়, এটি একটি সামাজিক পরিবর্তন এর মাধ্যম। ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ২০২৫ সালের সবচেয়ে কমদামী স্মার্টফোনগুলো কেবল দামের দিকেই আকর্ষণীয় নয়, বরং এগুলো হয়ে উঠছে মানুষের হাতের মুঠোয় একটি নতুন দিগন্ত।

আর তাই বন্ধুরা আপনারা যদি ২৫ সালের কম দামের মধ্যে ভালো স্মার্টফোনগুলো কিনতে চান সেক্ষেত্রে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন, কারণ আজকের আর্টিকেলটি পড়লে ২৫ সালের সেরা কিছু সাশ্রয়ী মূল্যের ফোন সম্পর্কে আপনি জানতে পারবেন, তাহলে প্রিয় পাঠক ভাইয়েরা চলুন আজকে আমাদের আর্টিকেলটি শুরু করা যাক।

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন ২০২৫

বর্তমানে সময় মোবাইল ফোন আমাদের নিত্য দিনের একটি প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। বর্তমান সময়ে এমন কোন কাজ নেই যেটা অনলাইন ছাড়া করা যায়। আর বিভিন্ন ধরনের অনলাইন কাজের জন্য আমাদের হাতে অবশ্যই একটি স্মার্টফোনের প্রয়োজন হয়ে থাকে। আর তবে আমরা অনেকেই রয়েছি যারা ভালো ফোন কিনতে পারি না শুধুমাত্র টাকার কারণে। 
বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন ২০২৫
যার জন্য আমরা বাংলাদেশের সবচেয়ে কম দামে স্মার্টফোন ২০২৫ সম্পর্কে জানতে চাই। অর্থাৎ 2025 সালের কিছু স্মার্ট ফোন যেগুলো কম দামে ভালো মানের হবে সেই ফোনগুলো সম্পর্কে আমাদের জানার আগ্রহ রয়েছে। 

প্রিয় পাঠক এখন আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে কম দামি কিছু স্মার্টফোন সম্পর্কে। যে স্মার্ট ফোনগুলো দামে কম এবং মানে অনেক ভালো হবে। তাহলে চলুন প্রতি সালের কম দামে কিছু ভাল স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১০ হাজার টাকা বাজেটের মধ্যেই কিছু ফোন:

  1. বেনকো V91C: কম বাজেটের মধ্যে অত্যন্ত ভালো মানের একটি ফোন হচ্ছে এটি। এই ফোনে আপনি পেয়ে যাবেন 4gb রেম। অত্যন্ত শক্তিশালী ৫০০০ mAh একটি ব্যাটারি। এছাড়া ফোন দিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল এর ত্রিপুল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা। তাই দশ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম একটি ফোন হচ্ছে এই ফোনটি।
  2. symphony Z70: এই ফোন দিতে আপনি পেয়ে যাবেন ৬.৫৬ ইঞ্চির একটা ডিসপ্লে। পাশাপাশি পাবেন ৫২ মেগাপিক্সেল ত্রিপুল রিয়ার একটি ক্যামেরা এছাড়াও থাকবে আট মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 4জিবি রেম এছাড়াও ৬৪ জিবি স্টোরেজ। পাশাপাশি 5000 mAh এর শক্তিশালী একটি ব্যাটারি। এছাড়াও থাকবে চার্জ করার জন্য ১০ ওয়াটের ফাস্ট একটি চার্জার। সুতরাং ১০ হাজার টাকার মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা একটি ফোন হচ্ছে এটি।
  3. Infinix hot 12 play: কম বাজেটের মধ্যে ইনফিনিক্স অন্যতম সেরা ফোন বাংলাদেশের। তাই দশ হাজার টাকা বাজেট হলে আপনি ইনফিনিক্স ফোন কিনতে পারেন। এই মডেলের ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.82 ইঞ্চির একটি বড় ডিসপ্লে। এছাড়াও ফোনে থাকবে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা। পাশাপাশি ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6000 mAh এর শক্তিশালী একটি ব্যাটারি। এছাড়াও মেমোরি হিসেবে থাকবে ৬৪ জিবি স্টোরেজ। তাই কম বাজেটের মধ্যে এটি আপনার অন্যতম সেরা চয়েস হতে পারে।
  4. symphony atom 5: দশ হাজার টাকা বাজেটের মধ্যে এই মডেলের ফোনটি অত্যন্ত ভালো মানের একটা ফোন। এই মডেলের ফোনে আপনি পেয়ে যাবেন 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে। এছাড়াও প্রসেসর হিসেবে পেয়ে যাবেন 1.6 GHZ অক্টা প্রসেসর। ফোনটিতে পেয়ে যাবেন 4gb রেম সহ ৬৪ জিবি স্টোরেজ। এছাড়াও চার্জেড জন্য আপনি পেয়ে যাবেন একটু চার্জার। ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh শক্তিশালী একটি ব্যাটারি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়াও থাকবে ৫২ মেগাপিক্সলের ডুয়াল রিয়ার ক্যামেরা। সুতরাং ১০ হাজার টাকা বাজেটে এটিও একটি সেরা ফোন।
বন্ধুরা আপনার বাজেট যদি অত্যন্ত কম হয় অর্থাৎ 10000 টাকার মধ্যে হয় সে ক্ষেত্রে আপনি ওপরের দেওয়া ফোন গুলোর মধ্যে যেকোন একটা ফোন নিতে পারেন । কারণ এই ফোনগুলো দামে যেমন সস্তায় তেমনি অত্যন্ত ভালো এবং উন্নত মানের ফোন। সুতরাং কম বাজেটের মধ্যে এই ফোনগুলো অন্যতম সেরা। আপনার বাজেট যদি ১৫ হাজার হয় সে ক্ষেত্রে যে ফোন গুলো কিনতে পারেন:

২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৫

বর্তমানে ২৫ সালে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরো অনেক বেশি তীব্র হয়েছে। বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে সেক্ষেত্রে ২৫ হাজার টাকাতে ফোন পাওয়া এখন খুব একটা চ্যালেঞ্জের বিষয় না। প্রযুক্তির এই উন্নয়নের ফলে আপনি চাইলে ২৫ হাজার টাকার মধ্যে অত্যন্ত ভালো মানের কিছু ফোন পেতে পারেন। 

বন্ধুরা ২৫ হাজার টাকার মধ্যেই স্মার্ট ফোন ২০২৫ সম্পর্কে আপনাদের বলবো। তাহলে চলুন ২৫ হাজার টাকার মধ্যে সেরা কিছু স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. Realme Narzo 60x
  • দাম: প্রায় ২২,০০০ টাকা
  • প্রসেসর: MediaTek Dimensity 6100+ (5G)
  • RAM & Storage: 6GB RAM, 128GB স্টোরেজ
  • ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি FHD+ 120Hz
  • ক্যামেরা: ৬৪MP রিয়ার, ৮MP ফ্রন্ট
  • ব্যাটারি: ৫০০০mAh, ৩৩W ফাস্ট চার্জিং
২.Note 12 4G
  • দাম: ২৪,৫০০ টাকা
  • প্রসেসর: Snapdragon 685
  • RAM & Storage: 6GB RAM, 128GB স্টোরেজ
  • ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি AMOLED, 120Hz
  • ক্যামেরা: ৫০MP ট্রিপল ক্যামেরা
  • ব্যাটারি: ৫০০০mAh, ৩৩W ফাস্ট চার্জিং
৩. Infinix Zero 30 4G
  • দাম: ২৩,০০০ টাকাRedmi
  • প্রসেসর: Helio G99
  • RAM & Storage: 8GB RAM, 256GB স্টোরেজ
  • ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি AMOLED, 120Hz
  • ক্যামেরা: ১০৮MP রিয়ার, ৫০MP ফ্রন্ট
  • ব্যাটারি: ৫০০০mAh, ৪৫W ফাস্ট চার্জিং
৪. Samsung Galaxy A14 (4G)
  • দাম: ২২,৫০০ টাকা
  • প্রসেসর: Exynos 850
  • RAM & Storage: 4GB RAM, 64GB স্টোরেজ
  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি PLS LCD
  • ক্যামেরা: ৫০MP রিয়ার, ১৩MP ফ্রন্ট
  • ব্যাটারি: ৫০০০mAh
৫. Tecno POVA 6 Neo
  • দাম: ১৯,০০০ টাকা
  • প্রসেসর: Helio G99 Ultimate
  • RAM & Storage: 8GB RAM, 128GB স্টোরেজ
  • ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি FHD+ 120Hz
  • ক্যামেরা: ৫০MP রিয়ার
  • ব্যাটারি: ৭০০০mAh, ৩৩W চার্জিং
প্রিয় বন্ধুরা আপনারা যদি ২৫ হাজার টাকার মধ্যে এই সমস্ত ফোন গুলো নেন সেক্ষেত্রে আমি আশা করতে পারি এই ফোন গুলো অত্যন্ত ভালো সার্ভিস দিবে আপনাদের। আশা করছি পুরো বিষয়গুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন।

৫০ হাজার টাকার মধ্যে মোবাইল

প্রিয় পাঠক ভাইয়েরা আপনার হাতের অবস্থা যদি একটু ভালো হয় এবং আপনার বাজেটে যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি চাইলে আরো ভালো মানের কিছু স্মার্টফোন বেছে নিতে পারেন, 
৫০ হাজার টাকার মধ্যে মোবাইল
বন্ধুরা আপনার বাজেট যদি পঞ্চাশ হাজারের মধ্যে হয় সে ক্ষেত্রে আপনি চাইলে অত্যন্ত ভালো মানের ফোন পেতে পারেন। ৫০০০০ টাকার মধ্যে কিছু ভালো মোবাইল ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. Xiaomi Redmi Note 13 Pro 5G
  • দাম: প্রায় ৪৮,০০০ টাকা
  • প্রসেসর: Snapdragon 7s Gen 2
  • ডিসপ্লে: ৬.৬৭" AMOLED, 120Hz
  • ক্যামেরা: ২০০MP প্রধান ক্যামেরা
  • ব্যাটারি: ৫১০০mAh, ৬৭W ফাস্ট চার্জিং
  • বিশেষত্ব: দুর্দান্ত ক্যামেরা ও ডিসপ্লে, গেমিং ও মাল্টিমিডিয়ার জন্য উপযুক্ত
২. Realme Narzo 70 Pro 5G
  • দাম: ৩৯,৯৯০ টাকা
  • প্রসেসর: Dimensity 7050
  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি AMOLED, 120Hz
  • ক্যামেরা: ৫০MP Sony IMX890 OIS
  • ব্যাটারি: ৫০০০mAh, ৬৭W চার্জিং
  • বিশেষত্ব: স্টেবিল ভিডিও ও স্লিক পারফরম্যান্স
৩. Samsung Galaxy M14 5G (6GB/128GB)
  • দাম: ৩৪,০০০ টাকা
  • প্রসেসর: Exynos 1330
  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি PLS LCD, 90Hz
  • ক্যামেরা: ৫০MP ট্রিপল রিয়ার ক্যামেরা
  • ব্যাটারি: ৬০০০mAh, ২৫W ফাস্ট চার্জিং
  • বিশেষত্ব: ব্যাটারি ও সফটওয়্যার আপডেট সাপোর্ট
৪. Infinix Zero 30 5G
  • দাম: ৪৫,০০০ টাকা
  • প্রসেসর: Dimensity 8020
  • ডিসপ্লে: ৬.৭৮" AMOLED, 144Hz
  • ক্যামেরা: ১০৮MP রিয়ার, ৫০MP ফ্রন্ট
  • ব্যাটারি: ৫০০০mAh, ৬৮W চার্জিং
  • বিশেষত্ব: ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উপযুক্ত
৫. Motorola Edge 40 Neo
  • দাম: ৪৯,৫০০ টাকা
  • প্রসেসর: Dimensity 7030
  • ডিসপ্লে: ৬.৫৫" pOLED, 144Hz
  • ক্যামেরা: ৫০MP (OIS)
  • ব্যাটারি: ৫০০০mAh, ৬৮W ফাস্ট চার্জিং
  • বিশেষত্ব: অত্যাধুনিক ডিজাইন, Stock Android এক্সপেরিয়েন্স
  • রেডমি নতুন ফোন এর দাম কত ২০২৫

লেখকের শেষকথাঃবাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন ২০২৫-১০ হাজার টাকা বাজেটের মধ্যেই কিছু ফোন:

প্রিয় পাঠক ভাইয়েরা এতক্ষণ আপনারা জানলেন বাংলাদেশের সবচেয়ে কম দামি স্মার্টফোন ২০২৫, ১০০০০ টাকার মধ্যে সেরা কিছু স্মার্টফোন এছাড়াও ২৫ হাজার টাকার মধ্যে স্মার্ট ফোন ২০২৫ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে। 
প্রিয় পাঠক আপনারা যদি এই সমস্ত ফোনগুলো ক্রয় করেন তাহলে আশা করি এই ফোন গুলো আপনাদের ভালো সার্ভিস দিবে। তবে ফোনগুলো কিনার আগে অবশ্যই আপনারা আপনাদের মত ভেবেচিন্তে নিবেন। 
বন্ধুরা আমার এই আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ওয়েবসাইট টা নিয়মিত ভিজিট করবেন এবং আমার আর্টিকেল গুলো সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিবেন। সর্বশেষে বন্ধুরা আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পুরো আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জাস্টিফাই ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্টের রিভিউ দেওয়া হয়।

comment url